
আপনার FB Ads এর ৪০% সেলস আপনি নিজেই মিস করছেন!
সব ঠিকঠাক করে এড চালাচ্ছেন— বাজেট ঠিক, কনটেন্ট ভালো, টার্গেটিংও সঠিক, তবুও সেলস আসছে না?
🤔 কারণটা খুবই সহজ—
আপনি শুধু এড চালাচ্ছেন, কিন্তু রিটার্গেটিং আর ফলোআপ করছেন না!
👀 Visitors হারিয়ে যাচ্ছে, আর আপনি ভুলে যাচ্ছেন?
কেউ ওয়েবসাইটে এসে প্রোডাক্ট দেখল, কিন্তু কিনলো না। সে চলে গেলো।
আপনি কি আবারও তাকে টার্গেট করেছেন?
এই Visitors গুলোই আসলে সবচেয়ে Hot Lead বা High-Potential কাস্টমার!
তাদেরকে আবার খুঁজে বের করে টার্গেট করতে হয় Google Tag Manager (GTM) দিয়ে।
🔥 GTM দিয়ে কীভাবে রিটার্গেট করবেন?
GTM আপনাকে ধরে ধরে বুঝিয়ে দিবে—
- কে কোন পেজে গিয়েছিলো?
- কি একশন নিয়েছে?
- তাদের মধ্যে কাদেরকে আবার এড দেখাতে হবে?
এভাবে নির্দিষ্ট Behaviour অনুযায়ী আপনি হাই কনভার্সন রিটার্গেটিং করতে পারবেন।
📬 Message Ads চালাচ্ছেন?
অনেকেই ইন্টারেস্ট দেখিয়ে আপনার ইনবক্সে চলে আসে, কিন্তু কিছু না বলেই চলে যায়।
যদি আপনি Follow-Up না করেন, তবে তারা কখনই কাস্টমার হবে না।
এই লিডগুলো শুধু রিচ বাড়াবে, কিন্তু সেলস দেবে না।
📌 তাহলে এখন কী করবেন?
আপনার মার্কেটিং বাজেট এবং এফোর্ট যেন ব্যর্থ না হয়, তাই আজই শুরু করুন:
- GTM দিয়ে ওয়েবসাইট ভিজিটরদের রিটার্গেটিং
- Inbox Message Ads এর লিডগুলোর Follow-Up
এই ২টি কাজই আপনার FB Ads এর Conversion Rate একদম পাল্টে দিতে পারে।
⚠️ যদি এখনও এসব শুরু না করে থাকেন...
তাহলে আপনি হয় নিজেরই রেজাল্ট নষ্ট করছেন, অথবা টাকা নষ্ট করছেন।
Retargeting নিয়ে হেল্প লাগলে আমি পাশে আছি। এটি একটি Paid Task, আগ্রহী হলে ইনবক্স করুন।
এই লেখাটা যদি আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করে থাকে —
তাহলে একটা শেয়ার করুন। যাতে আরও অনেকে জানে —
Retargeting আর Follow-Up ছাড়া FB Ads অসম্পূর্ণ।
#FBAdsTips #RetargetingBangla #GTMMarketing #FollowUpStrategy #DigitalMarketingBangla #FacebookAds2025